নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পূর্ব টেক্সাসের এক ব্যক্তি একটি প্রাণীকে লক্ষ্য করে গুলি করলেও ওই প্রাণীটির কিছুই হয়নি। উল্টা সেই গুলি এসে লাগলো শিকারির চোয়ালে।
এমন ঘটনার স্বীকার হয়ে ওই শিকারিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
জানা যায়, টেক্সারকানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মেরিয়েট্টায় গত বৃহস্পতিবার নিজ বাড়ির বাগান দেখতে বের হয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ একটি আর্মাডিলোকে বাগানে ঘুরে বেড়াতে দেখেন তিনি। শিকার করবেন ভেবে নিজের .৩৮ রিভলভারটি থেকে পরপর তিনটি গুলি ছোড়েন আর্মাডিলোর দিকে।
আর্মাডিলোর বুলেটপ্রুফ খোলস সম্বন্ধে জানতেন না ওই ব্যক্তি। ফলে আর্মাডিলোর খোলসে গুলি লাগলেও তা ছিটকে বেরিয়ে যায়। তিন নম্বর গুলিটি সোজা ফিরে এসে লাগে ওই ব্যক্তির গায়ে। এতে গুরুতর আহন হন শিকারী নিজেই। এয়ার অ্যাম্বুলেন্সযোগে সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় টেক্সারকানার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।