নিউজ ডেস্ক:
প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থক ভেবে এমানুয়েল বালবো (২২) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। গত শনিবার আর্জেন্টিনার করডোবা শহরে ফুটবল ক্লাব বেলগ্রানো ও সফরকারী তালেরেস দলের খেলা চলছিল। প্রতিদ্বন্দ্বী ক্লাব তালেরেসের সমর্থক ভেবে বালবোকে স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে ফেলে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা চলাকালে বালবোর সঙ্গে এক লোকের ঝগড়া হয়। ওই লোকটি চিৎকার করে বলেন, বালবো ছদ্মবেশী তালেরেস সমর্থক। এর পরই বালবোকে স্ট্যান্ড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।
প্রায় ১৬ ফুট উঁচ্চতা থেকে এমানুয়েল বালবো পড়েন কংক্রিটের সিঁড়িতে। মাথায় গুরুতর আঘাত পান। বালবোকে হাসপাতালের চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তার মস্তিষ্কের মৃত্যু (ব্রেইন ডেড) হয়েছে।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, এতে যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে।