সেক্ষেত্রে মাঠে নামার আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের হুঙ্কার দিয়ে রাখলেন কানাডার ডিফেন্ডার আলফুঁস ডেভিস।
জানিয়ে দিলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবেন তারা।
কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডা ও আর্জেন্টিনা। আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু ভোর ৬টায়।
গ্রুপ পর্বের পর আবারও কোপা আমেরিকায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা-কানাডা। প্রথম দেখায় ২-০ গোলে জয় পেলেও এবার মঞ্চটা সেমিফাইনাল বলে সতর্ক আর্জেন্টিনা। এখন পর্যন্ত দুই দল খেলেছে মাত্র দুই ম্যাচ, যেখানে এগিয়ে লিওনেল মেসিরাই। এবারের কোপায় অবশ্য মেসির ছন্দে না থাকা দলটির জন্য কিছুটা দুশ্চিন্তার। তবে, ভক্তদের জন্য সুসংবাদ কানাডার বিপক্ষে পুরো ফিট মেসিকেই পাচ্ছে আলবিসেলেস্তারা।
চলতি আসরে আর্জেন্টিনা কোনো ম্যাচেই খুব বড় জয় না পেলেও ধারাবাহিকতা ধরে রেখেছে। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সেমির মঞ্চে ভুল করতে নারাজ দলটির কোচ লিওনেল স্কালোনি।
এদিকে ম্যাচের আগে প্রতিপক্ষের খেলোয়াড় ডেভিসও দিয়ে রাখলেন হুঙ্কার। ম্যাচপূর্ব সম্মেলনে ডেভিস বলেন, ‘নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। এই ম্যাচে কী অপেক্ষা করছে, আমরা জানি। জিতলে এগিয়ে যাব, হারলে বাড়ি ফিরতে হবে। তারা সব শক্তি নিয়ে নামবে। আমরা সবসময়ের চেয়ে বেশি ক্ষুধার্ত। ’