রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

আমেরিকায় ডাবাকে প্রথম মসজিদ !

নিউজ ডেস্ক:

আমেরিকার ২৯তম অঙ্গরাজ্য আইওয়ার প্রসিদ্ধ শহর ডাবাকে একটি মসজিদ নির্মান করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়।

এশিয়া এবং ইউরোপের অভিবাসীদের অর্থায়নে প্রায় ৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে মসজিদটি নির্মিত হয়েছে। স্থানীয় প্রশাসন মসজিদের জমি প্রদান ও মসজিদ সংলগ্ন রাস্তাটি পাকা করে দিয়েছে।

তবে মসজিদ নির্মাণের অনুমতি গ্রহণ, নির্মাণ সামগ্রীর জোগান সবকিছুই হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে।

উদ্বোধনী দিনের জুমার বয়ানে ইংরেজিতে বেহেশত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে আরবিতে খুতবা প্রদান করা হয়। আইওয়ার ইসলামি সেন্টারের পরিচালক রামি আল টিবি নামাজের ইমামতি করেন।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মার্কিন নাগরিক এরিন উগবারান বলেন, এই আমেরিকা কোনো একক ধর্মাবলম্বীর দেশ নয়। মুসলিমরা যেমন নিজ ধর্ম বিশ্বাস করেন, তেমনি আমেরিকার অন্য জনগণকে ভালোভাবে চেনেন, তাদের ভালোবাসেন। দেশের কল্যাণে কাজ করেন। এটা আমেরিকার জনগণকে মনে রাখতে হবে। মসজিদে কল্যাণের কথা বলা হয়, এটা তাদের অধিকার। আমরা তাতে সমর্থন করি।  তিনি আরও বলেন, আমেরিকার জনগণ যদি মুসলমানদের ভালোভাবে চেনে তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular