1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
আমি হিন্দু না মুসলিম?---ঝিনাইদহে ৭১ সালের কুড়িয়ে পাওয়া মেয়ে সুফিয়ার প্রশ্ন ! | Nilkontho
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
রাবিতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কারসহ ৩৩ জনকে শাস্তি গাইবান্ধায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩ জীবননগর প্রতাপপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন চুয়াডাঙ্গার উথলীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছেলে আর ফিরবে না, তবু ভাত নিয়ে অপেক্ষায় মা সিরাজদিখানে স্বাস্থ্যসেবা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত রাবি পাঠক ফোরামের ৩২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাবির যশোর জেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হাসান আরিফ মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা কচুয়ায় সরাইলকান্দি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিরাজদিখানে ইট ভাটায় অভিযান, ৪ লাখ জরিমানা দর্শনা কেরুজ চিনিকলের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ রাবির বর্ষ সেরা প্রতিবেদক হলো যারা কুবিতে হাল্ট প্রাইজ ‘অন ক্যাম্পাস রাউন্ডের’ রেজিস্ট্রেশন শুরু উপকরণের মূল্য ও মজুরি বৃদ্ধিতে চাহিদা কমে যাচ্ছে কচুয়ায় শীতেই লেপ-তোষকের দোকানে কারিগরদের ব্যস্ততা কয়রায় ব্র্যাকের যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত শেরপুরে গারো পাহাড় সীমান্তে ভারতীয় মদসহ এক কারবারি আটক ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করা ডাকাতরা ২ দাবি জানিয়েছে।

আমি হিন্দু না মুসলিম?—ঝিনাইদহে ৭১ সালের কুড়িয়ে পাওয়া মেয়ে সুফিয়ার প্রশ্ন !

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ১৯৭১ সালে কুড়িয়ে পাওয়া সরস্বতী ওরফে সুফিয়া আজও জানে না কি তার জন্ম পরিচয়। সে হিন্দু না মুসলিম। এলাকার হিন্দুরা  তাকে সরস্বতী ও মুসলিমেরা সুফিয়া বলে ডাকে। এ নিয়ে দুই ধর্মের মধ্যে কোন বিরোধ নেই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বারবাজার রেল লাইনের পাশে হাগড়া বনের মধ্যে কুড়িয়ে পাওয়া যায় তাকে। তখন তার বয়স ছিল মাত্র ১২ থেকে ১৬ মাস বসতে পারত। বাদেডিহি গ্রামের বানছারাম পাল শিশুটির কান্না শুনে সেখান থেকে তাকে উদ্ধার করে। বানছারামের পরিবার কুড়িয়ে পাওয়া শিশু টির নাম রাখে সরস্বতী। বর্তমান তার বয়স ৪৭ বছর। সে আজও জানেনা তার পিতা মাতাকে এবং কি তার বংশ পরিচয়?

১৯৭১ সালের ২২ মে এই দিনে ঝিনাইদহ শৈলকূপা কালীগঞ্জ সহ এলাকার হাজার হাজার মানুষ তাদের সহয় সম্বল ফেলে ভারতে আশ্রয় নেওয়ার লক্ষে বারবাজার হয়ে মশালে বর্ডারের দিকে যাচ্ছিল। এই দলে নারী পুরুষ সহ প্রায় ২/৩ হাজার শরণার্থী ছিল। পাক হানাদার বাহিনী খবর পেয়ে ৪/৫ টি গাড়ি বহর নিয়ে গুলি ছুড়তে ছুড়তে বারবাজার অভিমুখে প্রবেশ করে, বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ঐ সময়ে তারা কয়েক জন নারী পুরুষ কে হাতপা মুখ বেঁধে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, ঐ দিন পাক বাহিনীরা সরস্বতী ওরফে সুফিয়ার বাবা মাকে তুলে নিয়ে কোথায় হত্যা করে। অথবা তার বাবা মা পাকহানাদার বাহিনির ভয়ে তাকে জঙ্গলে ফেলে রেখে ভারতে আশ্রয় নেয়। দেশ স্বাধীনের পর নাড়ি চেরা ধন সরস্বতী ওরফে সুফিয়ার খোঁজে কেউ আর আসেনি। ঐ দিন অবুঝ শিশুটিকে যে স্থানে পাওয়া যায় তার ২০০ গজ দূরে ছিল বারবাজার (সাবেক ইউনিয়ন পরিষদ) রাজাকার ক্যাম্প।

এই ক্যাম্পে পাকিস্থানি দোসরা বিভিন্ন মানুষের নিয়ে এসে আত্যাচার করত। এই সময়ে তারা বারবাজার কাস্টভাঙ্গা গ্রামের সৈয়দ আলি কে ধরে নিয়ে এই ক্যাম্পের মধ্যে হত্যা করে। এই খানে পাক সেনাদের আসা যাওয়া ছিল নিয়মিত। সে দিন পাক সেনাদের উপস্থিতি টের পেয়ে বানছারাম পাল সহ বাজারের ব্যবসাহিরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদে আশ্রায় নেয়। এই সময়ে রেল লাইনের পাশ থেকে সরস্বতীকে উদ্ধার করে বানছারাম পাল ।

দেশ স্বাধীন হওয়ার পর ঐ অবুঝ শিশু টিকে বানছারাম পাল তুলে দেন তার বোন যশোদা রানির কোলে। যশোদা রানী তার নাম রাখেন সরস্বতী। ৫ বছর যশোদা এই অবুঝ শিশুটিকে নিজ সন্তানের মত করে লালান পালন করেন। শিশু টি যশোদাকে মা বলে ডাকত। যশোদার নিকট থাকাতে সরস্বতী পুজা অর্চনা বলতে যা বুঝত তাই করত। যুদ্ধ পরবর্তী প্রচন্ড অভাব দেখা দেয় বানছারাম পালের সংসারে। এ সময়ে একই গ্রামের ইদু জোয়ার্দ্দারের পরিবারের সাথে আলোচনা করে সরস্বতীর দায়িত্ব নেয় ইদু জোয়ার্দ্দারের স্ত্রী আছিয়া বেগম। পরবর্তীতে আছিয়া বেগম সরস্বতীর নতুন করে নাম রাখেন সুফিয়া।

সুফিয়া কয়েক বছরের মধ্যে আছিয়াকে মা বলে ডাকতে শুরু করে। এখন তাকে সকলে এই নামেই চেনে। আছিয়ার এখানে ৫ বছর লালান পালনের পর বেশ বড় হয়ে ওঠে সুফিয়া। এ সময়ে ঝিনাইদহের বারবাজারের বিশিষ্ট ব্যবসাহী রফিউদ্দিন মুন্সির বাড়িতে ঝিয়ের কাজ নেয়। এই মুন্সির বাড়িতে প্রায় ১০ বছর কাজ করার পর যখন তার বয়স ২০ তখন সুফিয়া রাস্তায় বেরিয়ে পড়ে তার প্রকৃত বাবা মাকে খুঁজে পাবার জন্য। এলাকার সচেতন মহলের সহায়তায় যশোর, ঝিনাইদহ, খুলনা অঞ্চলে খুঁজে বেড়ায়ে আজ পর্যন্ত সন্ধান মেলেনি তার বাবা মা ও বংশ পরিচয়।

অনেক খোঁজা খুজির পর কোন কুল কিনারা না পেয়ে সুফিয়া আবার বারবাজার বেলার্ড বাড়ি গ্রামের ডাঃ তাহেরের বাড়িতে আশ্রয় নেয়। তখন তার বয়স ২৮ এখানে কিছু দিন থাকার পর বর্তমানে সে ঐ এলাকার মিঠাপুকুর গ্রামের মোসারেফ হোসেনের বাড়িতে অবস্থান করছে। সুফিয়ার বারবাজার, বেলার্ড, ফুলছুরি, হালিমবাগ ও পিরোজপুর গ্রামে বিচরন করে। এর বাহিরে কোথায় গেলে সে আবার ফিরে আসে রেল লাইনের টানে যদি তার বাবা মা ফিরে আসে।

বর্তমান সুফিয়ার বয়স ৪৭। এই দীর্ঘ ৪৭ বছর বয়সে কেউ এখানে আসেনি সুফিয়ার খোঁজ করতে। এলাকার বৃদ্ধ মানুষ দেখেলেই সুফিয়া বাবা ও বাবা বলে ডাকে। তার এই রাস্তায় নামার সুযোগ গ্রহণ করে এলাকার নারী পিপাসু কিছু নরপশু। তারা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার উপর যৌন নির্যাতন চালায়। তাতে নরম স্বভাবের সুফিয়ার কার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।সুফিয়ার দুর্বলতার সুযোগে অনেকে তাকে ভোগ করলেও সামাজিক স্বীকৃতি দিয়ে স্ত্রীর আসনে কেউই বসায়নি।

১৯৭১ সালের পাক সেনারা শুধু তার বাবা মাকে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি। তারা কেড়ে নিয়েছে তার বংশ পরিচয়। এখন বয়স বেড়ে যাওয়ার বুঝতে শিখে তার কষ্ট বেড়ে গেছে।আরও ভেঙ্গে পড়ে সে। পিছনের সৃতির কথা মনে পড়লে সে মাঝে মাঝে মানসিক রোগী হয়ে যায়। বাবা মা হারা সুফিয়াকে এলাকার সবাই স্নেহ করে আবার ভালওবাসে। তারা তাদের স্বচ্ছলতা বুঝে সাহায্য করে। ধর্ম নিয়ে তার কোন অংকার নেই। হিন্দু বাড়ি থাকলে হিন্দু, মুসলিম পরিবারে থাকলে মুসলিম নিয়ম কানুন মেনে চলে। যে বাড়িতে সুফিয়া বড় হয় তারা তাকে সন্তানের মত করে মানুষ করলেও তারা তাকে কেউ স্কুলে পাড়ায় নি। তাই সুফিয়া কোন লেখাপড়া জানে না।

দেশ স্বাধীনের ৪৬ বছর পার গেলেও সুফিয়া আজও জানে না তার পিতা মাতা কে এবং কোথায় তাদের বাড়ি। তার পরিচয় আজও অজানা রয়ে গেছে। যৌন নির্যাতন এবং মানসিক যন্ত্রানায় সে এখন পাগল প্রায়। তার বুক ভঁরা দুঃখে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। পর্যন্ত বয়সে সেদিনের শিশুটি আজকের সরস্বতী ওরফে সুফিয়া এখন নিজের আশ্রয় খুঁজছে, যা সুফিয়ার জন্য সোনার হরিণ। এলাকার কোন ধনীবাক্তি অথবা জনপ্রতিনিধিরা কেউ এগিয়ে আসেনি এই সুফিয়ার পুনঃবাসনের জন্য। নরম স্বভাবের সরস্বতী ওরফে সুফিয়া বর্তমানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে।

সুফিয়ার পালনকারী যশোদা রানী বলেন ১৯৭১ সালে মুক্তিযূদ্ধ চলাকালে কুড়িয়ে পান তার দাদা বানছারাম পাল। এ সময়ে তার নাম রাখা হয় সরস্বতী। ৫ বছর আমি তাকে লালন পালন করি। আমার কাছে থাকা কালে সে হিন্দু ধর্ম বুঝত তাই পালন করত। এখন ও আমি তাকে ভালবাসি তার মঙ্গল কামনা করি। বৃদ্ধা আছিয়া খাতুন বলেন, সুফিয়া নরম স্বভাবের একটি মেয়ে, আমি তার নাম রাখি সুফিয়া। আমার বাড়ি থাকা কালে কখন কার সাথে ঝগড়া বিবাদ করেনি। কার বিরুদ্ধে তার কোন অভিযোগ ছিল না। আমি তাকে আমার নিজ সন্তানের মত করে ভালবাসতাম। সে ইসলাম ধর্ম মেনে চলত। অর্থ কষ্টে তার মাথা গোজার কোন ব্যবস্থা না করে দিতে পারার কারনে চিন্তিত আমি।

চায়ের দোকানদার হাবিবুর রহমান খান বলে সুফিয়ার মাঝে মধ্যে মানসিক রোগ দেখা দেয়। সে বার বাজারের কয়েক টি গ্রামে বিচরন করে বেড়ায়। কখনো কার কোন জিনিষে হাত দেয়না। যার কারনে সবাই তাকে ভালবাসে এবং সাহায্য করে। বারবাজার এলাকার দৌলতপুর গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত রবিউল ইসলাম মাস্টার ও মিঠাপুর গ্রামের সৈয়দ আজমল হোসেন বলেন, তারা তাকে কোন বৃদ্ধা আশ্রমে দেওয়ার চেষ্টা করছেন। রবিউল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ডান পায়ে গুলি বিদ্ধ হয় বলে দাবী করে।

সুফিয়া বলেন, জীবনের সাথে যুদ্ধ করে আর পারছেন না। জাতির জনক বন্ধবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তার আশ্রয়ের ব্যবস্থা করেন তাহলে সে সেখানে থাকবেন। তার ছবি তুললে সে খুব খুশি হয়ে ৩০ টাকা দিয়ে যান হাত বাড়িয়ে। তার টাকা না নিয়ে বললাম খুশি হয়েছি টাকাটা রাখ। ছবি তোলার জন্য সে অত্যান্ত খুশি হল। কিন্ত আমি জানি না তার কি ভবিষ্যত হবে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কে স্বাধীন করার লক্ষে পাক হানাদার বাহিনী বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙ্গালী জাতি। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ ৩০ হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সরস্বতী ওরফে সুফিয়ারা আজ এই স্বাধীন দেশের নাগরিক।

১৯৭১ সালে কুড়িয়ে পাওয়া সরস্বতী ওরফে সুফিয়ার জীবনের এই পর্যন্ত বিকালের দায়িত্ব কি নেবে না রাষ্ট্র অথবা কোন প্রতিষ্ঠান? ৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনী সরস্বতী ওরফে সুফিয়ার মত হাজার শিশুর পিতামাতাকে হত্যা করেছে। কেড়ে নিয়েছে তাদের বংশ পরিচয়। তাদের ক্ষতি পুরন কোন অংকে শেষ হবার নয়। স্থানীয় জনসাধারণের দাবী সরস্বতী ওরফে সুফিয়ায় দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:২০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৭
  • ১২:০৫
  • ৩:৪৬
  • ৫:২৫
  • ৬:৪৪
  • ৬:৪২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১