শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

আমি দেশ বিক্রি করে দিতে পারি না: জেলেনস্কি

ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ৫০ শতাংশের মালিকানা পেতে সম্প্রতি দেশটিকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব-সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমি ইউক্রেনকে রক্ষা করছি। আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না।’

জেলেনস্কি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের জগতে বাস করছেন। ট্রাম্পের সাম্প্রতিক জনপ্রিয়তা সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন।

জেলেনস্কির মতে, ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের কোনো চুক্তি তখনই স্বাক্ষরিত হবে, যখন এটি শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে না, বরং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাও নিশ্চিত করবে।

কিয়েভের হিসাবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এখন পর্যন্ত ইউক্রেনকে ৩২০ বিলিয়ন অর্থাৎ ৩২ হাজার কোটি ডলার ব্যয়ে ফেলেছে। এর মধ্যে ১২০ বিলিয়ন বা ১২ হাজার ডলার ইউক্রেন নিজেই বহন করেছে, বাকিটা এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে। তবে এই হিসাব যুক্তরাষ্ট্র মানতে নারাজ।

জেলেনস্কি বলেন, তিনি মার্কিন দূত কিথ কেলোগকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে প্রস্তুত, যাতে তিনি নিজ চোখে পরিস্থিতি দেখতে পারেন। যদি কেউ বাস্তবতা দেখতে চায়, আমি দেখাতে প্রস্তুত আছি।

সূত্র: বিবিসি

Similar Articles

Advertismentspot_img

Most Popular