বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আমির খান পাচ্ছেন ‘দীননাথ মঙ্গেশকর’ সম্মাননা !

নিউজ ডেস্ক:

দীননাথ মঙ্গেশকর’ পুরস্কারের ৭৫তম আসর বসছে আগামী ২৪ এপ্রিল। আর এবারের আসরে পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। ‘দঙ্গল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য আমির খানকে এই সম্মানে সম্মানিত করা হবে।

জানা গেছে, হৃদয়েশ আর্টস ও দীননাথ শ্রুতি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। হৃদয়েশ আর্টসের পক্ষ থেকে অবিনাশ প্রভাভালকর জানিয়েছেন, শিল্প, সাহিত্য, সমাজসেবাসহ একাধিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে। পাশাপাশি, সংগীতে অবদানের জন্য পুরস্কৃত করা হবে কৌশিকী চক্রবর্তীকে।

এছাড়া, হিন্দি সিনেমায় অবদানের জন্য সম্মানিত করা হবে অভিনেত্রী বৈজয়ন্তিমালা বালিকে। একই সাথে, এই সম্মাননা পাচ্ছেন ক্রিকেটার কপিল দেব।

সূত্র- ডেকান ক্রনিকলস

Similar Articles

Advertismentspot_img

Most Popular