বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আমিরের মুখোমুখি-অজয় দেবগন !

নিউজ ডেস্ক:

আমির খান। বলিউডে যার পরিচিতি মিস্টার পারফেকশনিস্ট হিসেবে।
আর অজয় দেবগন খ্যাত সিংহাম হিসেবে।

সবশেষ ২০ বছর আগে এই দুই নায়ককে একসঙ্গে দেখেছিল দর্শকরা। অজয় দেবগনের ‘ইশক’ সিনেমায়। কমেডি ও ভালোবাসার গল্পনির্ভর এ সিনেমায় অভিনয় দিয়ে দুজনেই ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। ১৯৯৭ সালে ওই সিনেমা মুক্তি পায়। এর পর আর একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি বলিউডের এ দুই অভিনেতা।

তবে আসন্ন দিওয়ালিতে এ দুই বলিষ্ঠ অভিনেতার যুদ্ধ দেখা যাবে। ফের মুখোমুখি হচ্ছেন তারা তবে সেটি পর্দায় নয়, বক্স অফিসে। ১৯ অক্টোবর মুক্তি পাবে আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটি।
অন্যদিকে একদিন পর মুক্তি পাবে অজয় দেবগন অভিনীত গোলমাল এগেইন।

বক্স অফিসে এ নিয়ে যুদ্ধ বাধলেও এই দুই অভিনেতার মধ্যে সম্পর্ক কিন্তু খুবই শীতল। সম্প্রতি একসঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপ করেন আমির। ক্যাপশনে লেখেন- এই হল গোলমাল। অনেক দিন পর অজয়ের সঙ্গে দেখা। একজন মহান ব্যক্তি!

এদিকে অজয় টুইটারে লেখেন- ভালোরা সব সময় জয়ী হয়। সেটি হোক গোপনে বা প্রকাশ্যে। শুভ কামনা সিক্রেট সুপারস্টার। এখন দেখার বিষয়, বক্স অফিসের এই যুদ্ধে কে জয়ী হন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular