বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আমার প্রতি আগ্রহী ছিলো ’ট্রাম্প’

নিউজ ডেস্ক:

‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট জানালেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় তার জন্য পাগল ছিলেন। ২০১২ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ও তার সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সম্পর্কের অবনতি ঘটে। তাদের সম্পর্ক নিয়ে ডোনান্ড ট্রাম্পের করা একটি টুইট পোস্টের ওপর ভিত্তি করে তিনি এ কথা বলেন।

ট্রাম্প তার সেই পোস্টে লিখেছিলেন, “ক্রিস্টেন স্টুয়ার্টকে আবার ফিরিয়ে নেয়া রবার্ট প্যাটিনসনের উচিৎ হবে না। কারণ সে প্যাটিনসনের সঙ্গে খুব বাজেভাবে প্রতারণা করেছে এবং ভবিষ্যতেও করবে।

এ প্রসঙ্গে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে স্টুয়ার্ট বলেন, “ট্রাম্প এক সময় আমার জন্য পাগল ছিলো। কয়েক বছর আগে সে আমার প্রতি আগ্রহী ছিলো। কারোন সে সময় তার সেই পোস্ট দেখে আমি খুব অবাক হয়েছিলাম। তখন তাকে একজন সাধারণ রিয়েলিটি তারকা হিসেবেই জানতাম। তবে তার পোস্ট দেখে আমার মনে হয়েছিলো, তিনি ঠিকই বলেছেন।

নিজের এই মন্তব্যে প্রসঙ্গে স্টুয়ার্ট আরও বলেন, “হয়ত আমার এই কথার প্রেক্ষিতেও তিনি আবারও টুইট করে বসতে পারেন!

Similar Articles

Advertismentspot_img

Most Popular