বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আমার গার্লফ্রেন্ডের সংখ্যা দশের কম !

নিউজ ডেস্ক:

রণবীর কাপুর। বলিউডের রোমান্টিক-কমেডি ঘরানার অভিনেতাদের একজন। ব্যক্তিগত জীবনেও বেশ রোমান্টিক এ অভিনেতা। বলিউডের বেশকয়েকজন হার্টথ্রব অভিনেত্রীর সঙ্গে তার প্রেম হয়েছে। দীপিকা, ক্যাটরিনার পর এবার আলিয়াতে মজেছেন রণবীর।

‘মুন্না ভাই’খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সাঞ্জু সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন রণবীর।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাস্তব জীবনে তার প্রেমিকার সংখ্যা কত? উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘আমার গার্লফ্রেন্ডের সংখ্যা দশের কম। আমি লাভ স্টোরি খুব পছন্দ করি। আমি অনেকটা রোমান্টিক টাইপের, মন্দ লোক নই।’

কিন্তু রণবীরের প্রেমিকার সংখ্যা দশের কম এটি মানতে নারাজ সঞ্জয় দত্ত। সাক্ষাৎকারে কিছুটা সন্দিহান হয়ে হাসতে হাসতে সঞ্জয় বলেন, ‘আমি বাজি ধরে বলতে পারি এই সংখ্যা দশের বেশি হবে।’

সাঞ্জু সিনেমায় রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন সঞ্জয়। এ অভিনেতা বলেন, ‘প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে আমি চেষ্টা করেছি আবেগ ধরে রাখতে। নিজের জীবনের ঘটনা পুনরায় সামনে দেখাটা খুবই কঠিন। সিনেমা শেষ হওয়ার পর আমি কান্নায় ভেঙে পড়ি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। বাস্তব জীবনের সাঞ্জুর চেয়ে রণবীর অনেক অনেক ভালো করেছে। সে এতটাই ভালো করেছে যে, আমি তার কোনো ত্রুটি খুঁজে পাইনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular