রোহিত শর্মাকে কি বাদ দেওয়া হয়েছে? তিনি কি টেস্ট ফ্যারম্যাটকে বিদায় বলে দিলেন? নাকি অপ্রীতিকর কিছু ঘটেছে! বিষয়গুলো নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে নানা জল্পনা-কল্পনা। এমন সময় মুখ খুললেন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হল আজ শুক্রবার (৩ জানুয়ারি)। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে ভারতের প্রথম একাদশে দেখা গেল না রোহিতকে।
টস জিতে দল নিয়ে বলতে গিয়ে বুমরাহ বললেন, ‘আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন (রোহিত) দলের স্বার্থে নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।’ দলে না থাকলেও রোহিতকেই সিডনিতে অধিনায়ক বলেই সম্বোধন করেছেন বুমরাহ।
বেশ কয়েক দিন ধরেই ভারতীয় দলের সাজঘরের বিভিন্ন খবর প্রকাশ্যে আসছিল। শোনা যায়, ‘কোচ গৌতম গাম্ভীর দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিতকে। মেলবোর্নে হারের পর নাকি সাজঘরেই কোচকে রাগান্বিত দেখা গেছে। আবার ক্রিকেটাররা রোহিতের নেতৃত্ব নিয়ে খুশি নন।’