বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আমাকে কিডনি উৎসর্গ করে বাঁচিয়ে রেখেছে রাইসা: সেলেনা গোমেজ !

নিউজ ডেস্ক:

সেলেনা গোমেজ। নামকরা পপস্টার। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দিয়েছে এক বিশাল স্ট্যাটাস।

যেখানে সেলেনা লিখেছেন, কিডনি প্রতিস্থাপনের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। লুপাস রোগে আক্রান্ত সেলেনা কিছুদিন আগে নিজের কিডনি প্রতিস্থাপন করেছেন। আর তাকে কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছেন ঘনিষ্ঠ বান্ধবী ফ্রান্সিয়া রাইসা। রাইসা নিজেও একজন অভিনেত্রী। তিনি ‘দ্যা সিক্রেট লাইফ অফ দ্যা আমেরিকান টিনেজার’ ছবিতে অভিনয়ের জন্য খ্যাতি কুড়িয়েছেন।

বান্ধবীর প্রতি কৃতজ্ঞতার কথা জানাতে গিয়ে সেলেনা বলেন, আমরা সুন্দর মনের বান্ধবী রাইসাকে কিভাবে ধন্যবাদ জানাব তার ভাষা আমার জানা নেই। সে আমাকে সর্বোচ্চ উপহারটুকু দিয়েছে, আমার জন্য তার কিডনি উৎসর্গ করেছে। আমি তাই অসম্ভব ভাগ্যবতী। তোমাকে খুব ভালোবাসি বোন।

এরআগে ২০১৫ সালে এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন যে, তিনি লুপাস রোগে আক্রান্ত। যেজন্য তাকে কেমোথেরাপি পর্যন্ত নিতে হয়েছে। এরপর ২০১৬ সালে তিনি ‘উদ্বিগ্নতা, বিষণ্ণতা, দু:শ্চিন্তা’ হওয়ার কারণে ক্যারিয়ারে সাময়িক বিরতি নিয়েছিলেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular