আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই: মির্জা ফখরুল !

0
30

নিউজ ডেস্ক:

আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের এই সরকারের প্রতি আস্থা নেই। আমিই সব- এই দাম্ভিকতা পরিহার করতে হবে।

তিনি বলেন, সত্যিকার অর্থেই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী নির্বাচন হোক- সেটা আমরা চাই, সিরিয়াসলি চাই। আমরা কখনোই চাই না যে, সেই অতীতের পুনরাবৃত্তি হোক। আমরা এখনই সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে যেতে চাই। আজ উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বরাবরই বলে এসেছি, নির্বাচনের আগে সংসদ ভাঙতেই হবে। এর তো বিকল্প নেই। ৩০০ জনের সংসদ নির্বাচনের সময়ে ৬০০ জনের সংসদ থাকবে- এটা একটা হাস্যকর ঘটনা। তিনি বলেন, ক্ষমতাসীনরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের ভালো চান, কল্যাণ চান, গণতান্ত্রিক হয়ে থাকেন, গণতন্ত্রে বিশ্বাস করেন -তাহলে তাদের কথা বলা-সংলাপ করা খুব জরুরি।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মহাসচিব বলেন, মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া উচিত। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে জাতিসংঘকে অবহিত করতে হবে।