নিউজ ডেস্ক:
আমরা বন্যার্তদের পাশে আছি মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার্তদের আশ্রয় ও খাদ্য প্রদান, চিকিৎসা ও উদ্ধার অভিযান অব্যাহত রাখতে বন্যা কবলিত ২০টি জেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে বন্যার্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা বন্যার্তদের পাশে আছি।
বন্যা মোকাবিলা নিয়ে ২০ জেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী দিনরাত কাজ করে যাচ্ছেন। গতকাল রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি এসব কথা বলেন।
দলমত নির্বিশেষে দেশের সকল রাজনৈতিক নেতা-কর্মীদেরকে অতীতের ন্যায় বন্যার্ত মানুষের সেবায় ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ উত্তরারঞ্চলের ২০ টি জেলার ৩৫৬টি উপজেলায় ৯শ’ ৭৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৮৬ হাজার ৫৮৬ জন মানুষ আশ্রয় নিয়েছে। দেশে এখন পর্যন্ত ৯০টি পয়েন্টের মধ্যে ২৭ টি পয়েন্টে বন্যার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ত্রাণমন্ত্রী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমদ উপস্থিত ছিলেন।