বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আমরা এখন কঠিন সময় পার করছি, রাজনৈতিক সহঅবস্থান না থকালে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে – লক্ষ্মীপুরে ড. আব্দুল মঈন খাঁন

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁন  বলেছেন, আমরা এখন কঠিন সময় পার করছি, শান্তিপূর্ণ রাজনৈতিক সহঅবস্থানে না হই তাহলে বিএনপির কি হবে আওয়ামীলীগের কি হবে হবে জানিনা, তবে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে। আজ শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সরকারী দল বিএনপির উপর জুলুম করার অভিযোগ করে তিনি আরো বলেন, আজকে আমরা যদি এদেশে সত্যিকারার্থে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তাহলে বিএনপির উপর যেমন দায়িত্ব আছে তার চেয়ে বেশি দায়িত্ব আছে ক্ষমতাশীল সরকারী দলের উপর।
জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাহাবউদ্দিন সাবু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সভাপতি শফিউল বারী বাবু প্রমূখ।
সভাকে কেন্দ্র করে শহরের গ্রুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular