বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আবারো আসছে সাশ্রয়ী আইফোন ?

নিউজ ডেস্ক:  গতবছর মার্চে আইফোন এসই সংস্করণ অবমুক্ত করে অ্যাপল।

প্রিমিয়াম আইফোন সংস্করণ থেকে কিছু কম ফিচার এবং মূল্যমানে বড় ছাড়, এই ছিল সেই ডিভাইসের মূল আকর্ষণ।

এবার সেই ডিভাইসটিরই নতুন সংস্করণ অবমুক্ত করতে যাচ্ছে অ্যাপল – এমনটাই শোনা যাচ্ছে জোরেশোরে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ডিভাইসটি অবমুক্ত হতে পারে আগামী মাসেই।

সাশ্রয়ী আইফোনের চাহিদা যথেষ্ট থাকলেও প্রিমিয়াম ফোনের আকর্ষণ কোনো অংশেই কম নয়। তবে ক্রেতাদের জন্য আশংকার কারণ হতে পারে আইফোন ৮ -এর সম্ভাব্য মূল্য।

একাধিক সূত্র থেকে ধারণা করা হচ্ছে পূর্বশূরীদের থেকে যথেষ্টই মূল্য বৃদ্ধি পাবে আইফোন ৮ এর। এমনকি তা অতিক্রম করতে পারে ১০০০ মার্কিন ডলারের সীমানা।

সাশ্রয়ী আইফোন এসই তাই হয়তো ভবিষ্যৎ আইফোন ক্রেতাদের জন্য হতে পারে সম্ভাব্য বিকল্প ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular