নিউজ ডেস্ক:
টেনিসের পুরুষ এককে অনেক রেকর্ডের মালিক তিনি। এবার স্বদেশী স্তান ওয়ারিঙ্কাকে হারিয়ে পঞ্চমবারের মতো ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) শিরোপা জিতেছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। এই জয়ের ফলে নোভাক জকোভিচের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড গড়লেন এই সুইস তারকা।
রবিবারের ফাইনালে স্তান ওয়ারিঙ্কাকে সরাসরি সেটে পরাজিত কেরন রেকর্ড ১৮টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরার। যেখানে প্রথম সেটে ৬-৪ গেমে জয় পান। আর পরের সেটে ৭-৫ গেমে জিতে শেষ হাসি হাসেন সাবেক এই নাম্বর ওয়ান।
গত বছরই ইনজুরির কারণে ক্যারিয়ার শঙ্কায় পড়েছিল। কিন্তু তবে চলতি বছরের প্রথম গ্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্যদিয়ে ফেদেরার জানান দেন এখনও ফুরিয়ে যান তিনি। এবার জিতে নিলেন ইন্ডিয়ান ওয়েলস শিরোপা।