বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী হৃদয় খান !

নিউজ ডেস্ক:

আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী হৃদয় খান। একটি ঘরে পাঞ্জাবি পরিহিত হৃদয় খান এবং তার সঙ্গে বধূ সাজে এক নারীর ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকে চারদিকে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে।

যদিও এ বিষয়ে একাধিকবার হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে প্রতিক্রিয়া না পাওয়ায় ভাইরাল হওয়া বিয়ের খবরের সত্য-মিথ্যা যাচাই করা যায়নি। তারপরও নিশ্চিত হওয়ার জন্য হৃদয় খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার গায়ে হলুদের পর রবিবার বিয়ের পর্ব সারেন হৃদয় খান। নববধূর নাম হুমায়রা। তিনি মালয়েশিয়া থাকেন। পারিবারিকভাবে বিয়ে হলেও জানা গেছে, অনেকদিন ধরেই প্রেমের পর তাদের ভালোবাসা রূপ নিয়েছে পরিণয়ে।

হৃদয় খানের এটা তৃতীয় বিয়ে। এর আগে, ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের এক নারীকে বিয়ে করেছিলেন এই সংগীতশিল্পী। তবে ৬ মাস পার হওয়ার আগেই ভেঙে যায় তাদের সেই সংসার। এরপর ২০১৪ সালে ভালোবেসে মডেল সুজানাকে বিয়ে করেন হৃদয় খান। তার সেই দ্বিতীয় বিয়ে স্থায়ী হয়েছিল আরও কম। মাত্র চার মাস।

Similar Articles

Advertismentspot_img

Most Popular