আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ঠ বিদ্যানিকেতন হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছে। এটি বিদ্যালয়ের জন্য সপ্তমবারের মতো এই গৌরব, যা বিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতার ফল। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস প্রতিবছর পঠন-পাঠন পদ্ধতি, শিক্ষার মান এবং অন্যান্য বিষয় বিবেচনায় এই পুরস্কার প্রদান করে। বিদ্যালয়টি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলে শিক্ষার মান বজায় রেখে এগিয়ে চলেছে। কেবল শিক্ষা নয়, খেলাধুলা, চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত ও নাটকে সৃজনশীলতার উন্মেষ ঘটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেজ উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। তাঁর সৃজনশীল চিন্তা ও কর্মদক্ষতার কারণে বিদ্যালয়টি বিদ্যার তপোবনের ভূমিতে পরিণত হয়েছে। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২৩ সালে বিদ্যালয়টি জেলা শ্রেষ্ঠ বিদ্যানিকেতন হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া, ২০১৪ ও ২০১৫ সালে চিত্রাঙ্কন ও অঙ্কদৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৬৮৮ জন। এদিকে, চলতি বছরেও জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় সুধীমহল বিভিন্নভাবে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেজ উদ্দিন বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করেছি। এখানে শিশুদের শিক্ষাদান করা হয় স্নেহের সঙ্গে, এবং তারা ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও উদ্বুদ্ধ হয়।’