বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আবারও জনগণের সেবা করার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী !

নিউজ ডেস্ক:

আবারও জনগণের সেবা করার সুযোগ চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা এসেছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, সমৃদ্ধি হয়। বাবা-মা হারিয়ে আমি আপনাদের মাঝে বাবা-মাকে খুঁজে পাই। আমার একটাই লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে, কাঙ্ক্ষিত সেবা পেতে সরকারের ধারাবাকিকতা প্রয়োজন। সেজন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের খাদ্য ঘাটতি পূরণ হয়ে উদ্বৃত্ত থাকে। ধানের শীষে ভোট দিলে ধানে চিটা ধরে, গোলা শূণ্য হয়।

গতকাল রবিবার বগুড়ার সান্তাহার স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এদিন দুপুর ১২ টায় হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী সান্তাহার পৌঁছান। সান্তাহারে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular