আফগানিস্তানে ২৪ ঘন্টায় ৭৭ জঙ্গি নিহত !

0
20

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৭ জন জঙ্গি নিহত হয়েছে। এ সব অভিযানে আহত হয়েছে আরো ২৭ জন। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় আফগান বাহিনী বিমানের সহায়তায় বিভিন্ন প্রদেশে বেশকিছু অভিযান চালায়। এতে ১৭ আইএস যোদ্ধাসহ ৭৭ জন জঙ্গি নিহত ও অপর ২৭ জন আহত হয়েছে।

দেশটির নানগারহার, কুনার, নুরিস্তান, কাপিসা, পাকতিকা, খোস্ত, লোগার, কান্দাহার, জাবুল, ওরুজগান, কুন্দুজ, ফারিয়াব, তাকহার ও হেলমান্দ প্রদেশের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।