আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ২০

0
31

নিউজ ডেস্ক:

ফের একটি আত্মঘাতী হামলার শিকার আফগানিস্তানের রাজধানী কাবুল। সে দেশের শীর্ষ আদালতের সামনে মঙ্গলবার আত্মঘাতী এ বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট চত্বরের পার্কিং এলাকায় এই বিস্ফোরণ ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আদালতের কর্মীরাই ছিলেন এই হামলার মূল লক্ষ্য।  উল্লেখ্য আফগানিস্তানের সরকারী তথ্য অনুযায়ী ২০১৬ সালে জঙ্গি হামলায় দেশটির ৩,৪৯৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।