বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমোদন পেলেন ২৯১ আইনজীবী

আপিল বিভাগে মামলা পরিচালনা করার জন্য অনুমোদন পেয়েছেন ২৯১ জন আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অ্যাডভোকেট হিসেবে এই ২৯১ জন আইনজীবীকে অনুমোদন দিয়েছেন। বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মুহা. হাসানুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মহোদয়ের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ১৫ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে নিম্ন লিখিত আইনজীবীদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অনুমোদন পেয়েছেন ২৯১ জন। তবে ১ জন আইনজীবীর আবেদন নো মর্মে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular