বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আন্দোলনে শিক্ষার্থী নাজমুল হত্যায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার কৃতরা হলেন-খিলগাঁও ৭৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ফরিদ (৩৮) ও খিলগাঁও ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. তামান মিয়া (৪৪)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বনশ্রী জি ব্লকের ১ নং রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই দিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান (২৩) আফতাব নগরে তার বাসা থেকে বনশ্রী রাজি হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক (৭০) বাদী হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২৩ অক্টোবর) রাত পৌনে দুইটায় খিলগাঁও ৭৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ফরিদ (৩৮) ও খিলগাঁওয়ের ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. তামান মিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular