বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আনার”কন্যা”ডরিনের ফেসবুক আইডি গায়েব

নিজিস্ব প্রতিবেদক:

কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত আইডি চালু করতে পারছেন না।

ফেসবুকে তার আইডি হ্যাক হয়েছে কিনা, বলতে পারছেন না ডরিন। এ বিষয়ে তিনি মুঠোফোনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদকে জানিয়েছেন।

রোববার (১৬ জুন) বিকেলে মুমতারিন ফেরদৌস ডরিন নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত ১০টার পর থেকে আমার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। অনেক চেষ্টা করেও সেটা চালু করতে পারছি না। এ বিষয়ে আমি ঢাকার গোয়েন্দা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই, লোকমুখে জেনেছি। এ ব্যাপারে তিনি আইনি সহায়তা চাইলে দেওয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular