বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘আনফিট’ নিয়ে আসছেন ড্যাকোটা জনসন !

নিউজ ডেস্ক:

‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির মাধ্যমে হলিউড অভিনেত্রী ড্যাকোটা জনসন রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন। এবার এই আবেদনময়ী অভিনেত্রী ‘আনফিট’ নামক একটি নতুন ছবির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। খ্যাতনামা লেখক অ্যাডাম কোহেনের বই অবলম্বনে তৈরি হতে যাচ্ছে এই ‘আনফিট’ ছবিটি।

‘আনফিট’ ছবিটিতে ক্যারি বাকের চরিত্রে অভিনয় করতে চলেছেন ড্যাকোটা জনসন। তিনি জানান, “ছবিতে ১৯২৪ সালের পটভূমি তুলে ধরা হয়েছে। তৎকালীন অ্যামেরিকার বিচারব্যবস্থার এক মর্মান্তিক ঘটনা দেখা যাবে ছবিটিতে। সেই ঘটনা প্রশাসন ও মেয়েদের সম্পর্কের উপর এটি প্রভাব ফেলেছিল তা সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি সম্মানিত। ”

Similar Articles

Advertismentspot_img

Most Popular