আদালত অবমাননা : সিরাজগঞ্জের ডিসি হাইকোর্টে !

0
36

নিউজ ডেস্ক:

আদালতের আদেশ অমান্য করে ৩টি পুকুর ইজারা দিতে বিজ্ঞপ্তি দেওয়ায় তার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম আলম ও তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিল্লু রহমানও হাইকোর্টে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসকের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান বলেন, ‘আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যাসহ আদালত অবমাননার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এফিডেভিট দাখিল করেছি।