বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করেছেন।
এদিন, তাপসী তাবাসসুমের আইনজীবী তার জামিন আবেদনটি আদালতে জমা দেন। এর আগে, গত ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত তখন আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি শহীদ আবু সাঈদের নামে এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন। বাদীর দাবি, এসব মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স ব্যবহার করে সরকারের বিরুদ্ধে বিষোদগার এবং সরকার উৎখাতের হুমকি দেওয়া হয়েছে, যা জনমনে ভীতি সৃষ্টি করেছে।