নিউজ ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া আজ বুধবার বিষয়টি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালত উপস্থিতির এ দিন ধার্য করেন। এছাড়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ওই দিন একই আদালতে আত্মসমর্পণ করে মুচলেকা দিয়ে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নেন খালেদা জিয়া।
জামিন আদেশের পর বিরতি শেষে আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থানের সময় দেন। এরপর তিনি প্রায় এক ঘণ্টা ধরে বক্তব্য রাখেন। ওইদিন খালেদা জিয়ার বক্তব্য শেষ না হওয়ায় ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) আবার তিনি অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।