নিউজ ডেস্ক:
সম্প্রতি সময়ে ফেসবুক লাইভে আত্মহত্যার বেশ কয়েকটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তারই প্রতিউত্তরে প্রতিষ্ঠনটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য, শিশু নিপীড়ন এবং আত্মঘাতী বিষয়ের প্রচার ঠেকাতে নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এসময় জাকারবার্গ বলেন, ফেসবুকে লাইভে ‘নিজেদের এবং অন্যকে আঘাত’ করার যেসব ঘটনা সাম্প্রতিক সময়ে লাইভে এসেছে তা খুবই মর্মান্তিক। এ ধরনের ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জাকারবার্গ আরও জানিয়েছেন, নতুন কর্মীরা সার্বক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কনটেন্ট পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিকর কন্টেন্ট বন্ধের উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ৭৪ বছরের বৃদ্ধকে হত্যা করছে এক ব্যক্তি- এমন এক ফুটেজ ঘণ্টার পর ঘণ্টা ধরে অনলাইনে থাকে। ঐ ঘটনার ১৫ দিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।
সূত্র: ব্লমবার্গ, বিবিসি