ছয় দিনের মাথায় আবারও হত্যাকাণ্ড ঘটলো পাবনায়। এবার আত্মসমর্পণ করা সাবেক এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে আরও একজনকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে জেলায় চারটি হত্যাকাণ্ড ঘটলো।
রোববার রাত ৯টার দিকে জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বাকুল মিয়া (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। আহত ব্যক্তির নাম আলেপ হোসেন (২৫)। সম্পর্কে তিনি বাকুলের ভাতিজা।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, রাতে বাকুল ভাতিজাকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে এক গৃহস্থের বাড়িতে ধান পৌঁছে দিয়ে ফিরছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও গলাকেটে করে হত্যা করে। এ সময় সঙ্গে থাকা ভাতিজা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে জানায়।
তিনি বলেন, কারা, কেন হত্যা করেছে না এখনও জানা যায় নাই। তবে বাকুল আগে চরমপন্থি দলের সঙ্গে যুক্ত থাকলেও আত্মসমর্পণ করেছিলেন। তার নামে একাধিক মামলাও রয়েছে।