রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

আত্মঘাতী হামলাকারী সাত বছরের শিশু !

নাইজেরিয়ায় সাত বছরের দুটি শিশুকে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দুই শিশুসহ নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে ১৮ জন। রাজধানী মাইদুগুরির একটি বাজারে এ হামলা চালানো হয়েছে বলে রোববার মেইল অনলাইন জানিয়েছে।

 

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়াতে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামই এ ধরণের হামলাগুলি চালিয়ে থাকে। এর আগে গোষ্ঠীটি বিভিন্ন সময় আত্মঘাতী হামলায় নারী ও কিশোরীদের ব্যবহার করেছে। তবে দেশটিতে হামলাকারী হিসেবে শিশুদের ব্যবহার এই প্রথম।

 

মাইদুগুরির সেনাবাহিনীর এক সদস্য  জানিয়েছেন, বিস্ফোরণের আগে তিনি মেয়ে দুটিকে দেখেছেন।

 

তিনি বলেন, ‘ তারা একটি রিকশা থেকে নেমে আমার সামনে দিয়ে হেটে গিয়েছিল। এ সময় তাদের চেহারায় কোনো আবেগের চিহ্নও ছিল না। আমি তাদের একজনের সঙ্গে ইংরেজি ও হাউসা ভাষায় কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। আমি ভেবেছিলাম ওরা হয়তো তাদের মাকে খুঁজছে। একটি শিশু বাজারে মুরগি বিক্রেতার দোকানের কাছে যায় এবং বোমার বিস্ফোরণ ঘটায়।’

 

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারামের হামলায়  কমপক্ষে ২০ হাজার লোক নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular