নিউজ ডেস্ক:
ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কলকাতার ১৩ সদস্যের গৌড়ীয় নৃত্য দল। এছাড়া শনিবার অংশগ্রহণ করেছে রাজশাহী শিল্পকলা একাডেমি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক ড. মহুয়া মুখার্জি ১৩ সদস্যের এই দলকে নেতৃত্ব দিবেন। গত ৩০ বছর ধরে তিনি গৌড়ীয় নেতৃত্ব নিয়ে গবেষণা করছেন।
গৌড়ীয় নৃত্য অথবা গৌড় নাচ, একধরণের বাঙালি ঐতিহ্যগত শাস্ত্রীয় নৃত্যকলা। এই নৃত্যকলাটি প্রাচীন বঙ্গের রাজধানী গৌড়ে উৎপন্ন। মহুয়া মুখার্জি এই গৌড়ীয় নৃত্যের পুনঃনির্মাণ করেছেন। তবে এই নৃত্যকলাটি সঙ্গীত নাটক আকাদেমি কর্তৃক ভারতীয় শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত নয়, কিন্তু এটা নিয়ে গবেষণা করলে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক বৃত্তি প্রদান করা হয়।