আজ সূর্যগ্রহণ হবে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। পৃথিবীর অনেক অঞ্চলে এটাকে অগ্নিবলয়ের মতো দেখা যাবে। অর্থাৎ চাঁদ সূর্যের কেন্দ্রীয় অংশকে ঢেকে ফেলবে।
তবে চাদের চারপাশ থেকে আগুনের আংটি বলয়ের মতো সূর্য দৃশ্যমান হবে। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দীর্ঘ সময়ের জন্য আংশিক এবং বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে।
এই গ্রহণটি দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল থেকে দেখা।
বাংলাদেশি মহাকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, বাংলাদেশ থেকে এটা দেখা যাবে না।
সূত্র: নাসা