আজ আবারো আদালতে যাচ্ছেন খালেদা জিয়া !

0
46

নিউজ ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আজ আদালতে যাওয়ার কথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।

গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপ সমর্থনে তার আংশিক বক্তব্য রাখেন। পরে ১৫ ডিসেম্বর ধার্য তারিখে তিনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন।

ওইদিন বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে ২২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।