বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আজারবাইজান পৌঁছালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আজারবাইজানে অনুষ্ঠিত হতে যাওয়া কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে দেশটির রাজধানী বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে বাকু পৌঁছান তিনি।

বাকুতে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত কপ২৯ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে থাকবেন।

জানা গেছে, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম এবং সে কারণে বাকুতে বাংলাদেশ তার দাবিগুলো তুলে ধরবে। পাশাপাশি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে।

সম্মেলনে বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পূর্বাঞ্চলে বন্যার কারণে ক্ষয়ক্ষতি তুলে ধরা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল, এবং জলবায়ু উদ্বাস্তুদের বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছ থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটি ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করেছিলেন। এবার কপ২৯ সম্মেলনে যোগ দিতে তিনি আজারবাইজান গেলেন। প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বাকুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular