নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
মাসিক সভায় মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, চোরাচালান মামলা সমূহ নিস্পত্তি ত্বরান্বিত করার লক্ষ্যে মনিটরিং সেলের সভাও অনুষ্ঠিত হয়। চলতি সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধের প্রতি প্রতিনিয়ত উঠান বৈঠক ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শহরকে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, চুয়াডাঙ্গায় বজ্রপাতে মৃত্যু হচ্ছে। বজ্রপাত থেকে আমাদের সাবধান হতে হবে। সচেতন হতে হবে। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়ায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন বলেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আশা রাখি, সামনের নির্বাচনও সুষ্ঠু হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। অতীতের মতোই পরবর্তী সব নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন, স্থানীয় পর্যায়ের মাদক নিরাময় কেন্দ্রগুলোর দিকে নজর রাখতে হবে। সঠিক ব্যবস্থাপনায় সহযোগীতা বা তদারকি প্রয়োজন। নিয়মিত খোঁজ নেয়া তথা মনিটরিং করতে হবে। এসময় তিনি মাদক বিরোধী অভিযান বাড়াতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভায় পৌর মেয়রকে সদর হাসপাতাল সড়ক পুনঃনির্মাণের প্রসঙ্গে অবহিত করলে জেলা প্রশাসক সকলকে সহযোগীতা করার আহ্বান জানান। তিনি বলেন, এ সময় বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। উচ্ছেদ শুরু হয়েছে। রাস্তায় নির্মাণ কাজ চলাকালে কিছুটা দূর্ভোগ হলেও এটি পরবর্তীতে স্বস্তি দেবে।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব সকলের। নিজ নিজ অবস্থানে থেকে রাষ্ট্রের প্রতি অনুগত থাকলেই আইনশৃঙ্খলা ভালো থাকবে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)। গত মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার বিবরণী পড়ে শোনান চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এএসএম ফাতেহ্ আকরাম দোলন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর প্রতিনিধি মেজর আসিফ, বিশেষ পিপি অ্যাড. আবু তালেব, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী, সাংবাদিক রাজীব হাসান কচি, বিপুল আশরাফসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিবর্গ।