আগুনে জ্বালিয়ে দেওয়া হয় যে ব্র্যান্ডের অবিক্রিত ব্যাগগুলি !

0
30

নিউজ ডেস্ক:

প্রত্যেকের স্বপ্ন থাকে নিজের অন্তত একটি Louis Vuitton ব্র্যান্ডের ব্যাগ থাকুক। কারণ এই ব্র্যান্ডটির নাম শুনলেই সকলেই স্বপ্ন দেখা শুরু করে দেন। কিন্তু সেই স্বপ্ন সত্যি করা মোটেই সহজ নয়। কারণ এই ব্র্যান্ডের প্রতিটি ব্যাগের দাম আকাশ ছোঁয়া।

এক মাসের বেতন জমিয়েও Louis Vuitton এর ব্যাগ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। দাম বেশী বলে সমস্ত ব্যাগ বিক্রি হয় না এই ব্র্যান্ডের। সেই বিক্রি না হওয়া ব্যাগগুলিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সেই কাজ করে খোদ Louis Vuitton।

এই খবর শোনার সঙ্গে সঙ্গে সকলে চমকে উঠবেন। আসলে Louis Vuitton চায় না যে তাদের তৈরি হওয়া কোনও ব্যাগই যেন কম দামে বিক্রি না হয়। তাই কম দামে বিক্রি ঠেকাতে আর এই ব্যাগের আভিজাত্য চালিয়ে নিয়ে যেতে বিক্রি না হওয়া ব্যাগগুলি পুড়িয়ে ফেলে তারা।

এছাড়া আমেরিকার নিয়ম কানুন অনুযায়ী যদি কোনও জিনিস টাকা দিয়ে আমদানি করার পর সেটি আর ফেরত দেওয়া যায়না। তাই এই ‘duty drawback’ এর জন্য এই নিষ্ঠুর কাজটি করতে হয় এই ব্র্যান্ডকে। কিন্তু এতে কোনও ক্ষতি হয় না। প্রতিটি ব্যাগের এতই দাম যে সবটাই পুষিয়ে নেয় Louis Vuitton।