আগামী বছরের অক্টোবরেই জাতীয় সংসদ নির্বাচন:মুহিত

0
31

নিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচন কমিশনের বড় কোনো কাজ দেখছি না। যে কাজ আছে, সেটা ভোটার তালিকা হালনাগদ এবং নির্বাচনী আসন্ন পুর্নবিন্যাস।
এগুলো খুবই সামান্য কাজ, তাতে আমরা আশা করছি, আগামী বছরের অক্টোবরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে সচিবলায়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আমাদের সরকার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ, আমরা মনে করি, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

মায়ানমারের সঙ্গে আমরা সম্পর্কে ভালো রাখার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচির পদক্ষেপ ঘৃণিত ও নিন্দিত। নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির মায়ানমার সরকারের এ কর্মকাণ্ডের প্রতি কিভাবে সর্মথন যুগিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বোধ্যগাম্য নয়।