আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : শাজাহান খান

0
21

নিউজ ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
তিনি বলেন, ‘২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেই ভুল তারা আবার করবে কিনা সেটা বিএনপির ব্যাপার। তবে, বারবার ভুল করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’।
শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি নেতাদের কথায় এখন মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপি কখনও বলছে নির্বাচনে আসবে, কখনও বলছে আসবেনা। বিএনপির যদি রাজনীতি করতে হয়, যদি গণতন্ত্রে বিশ^াস করে তাহলে তাদেরকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে বিকল্প কোন কিছু তাদের সামনে নেই’।
কোন দল নির্বাচনে আসবে কি আসবেনা সেটা নির্ভর করে সেই দলের উপর। এই দায়িত্ব সরকারের নয় বলেও মন্তব্য করেন শাজাহান খান।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব, মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান কালু খান, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

(বাসস)