আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার গঠন হবে তা হবে জাতীয় সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম কাউন্সিলের সভায় এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মের নামে যে ঘটনা বাংলাদেশে ঘটছে, সেগুলো আমাদের সচেতনভাবে দেখতে হবে। যেভাবে এ ঘটনা দেখানো হচ্ছে, বাংলাদেশের মানুষ তেমন নয়। এই ঘটনার পেছনে কোন শক্তি কাজ করছে, সেটা খুঁজে বের করতে হবে।
এসময় তিনি আরও জানান, শান্তুিপূর্ণভাবে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপিসহ ফ্যাসীবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিকদলগুলো। এসময়
তিনি বলে বিভিন্ন দলের সাথে আলোচনা করে ৩১ দফা ঘোষণা করেছিল। নির্বাচনের পরে গঠিত জাতীয় সরকার এই ৩১ দফার ভিত্তিতেই পরিচালিত হবে বলে জানান বিএনপির এই নেতা।