বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আক্ষেপ ঘুচতে যাচ্ছে মাধুরীর !

নিউজ ডেস্ক:

সেই নব্বইয়ের দশক থেকে নানা মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কিন্তু আঞ্চলিক ভাষায় নির্মিত ছবিতে খুব একটা অভিনয় করতে দেখা যায়নি এ অভিনেত্রীকে।
এবার সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে এ অভিনেত্রী ও তার ভক্তদের।

জানা গেছে, এই প্রথমবারের মতো মারাঠি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মাধুরী। ছবিটিতে অভিনয় নিয়ে মাধুরী বলেন, ‘এই ছবির গল্পটি প্রত্যেক পরিবারের গল্প, যা এখনো রুপালি আস্তরণে আছে। ছবিটা শুধুই আপনাকে আশা ও অনুপ্রেরণা দেবে না, সত্যের সঙ্গে জীবনকে এগিয়ে নিতেও উত্সাহিত করবে।

এ ছবিতে নিজের যুক্ত হওয়া নিয়ে তিনি জানান, এর আগে বহুবার মারাঠি ছবিতে অভিনয়ের প্রস্তাব এলেও নানা কারণে তিনি সেগুলোয় অভিনয় করতে রাজি হননি। কিন্তু এ ছবির গল্প তার কাছে অন্য রকম কিছু ঠেকেছে বলেই এতে রাজি হয়েছেন।

ছবিটি নির্মাণ করছেন তেজস প্রভা। এর কাহিনী রচনা করেছেন বিজয় দিওস্কার ও দেবশ্রী শিবাদেকর। চলতি বছরের একেবারে শেষের দিকে ছবিটির নির্মাণকাজ শুরু হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular