নিউজ ডেস্ক:
শিলংয়ের আকাশে হঠাৎ রহস্যময় গোলাকার বস্তুর একটি ছবি দেখা যায়! আর এতেই রাতারাতি আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে হোয়াটস অ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এই ছবি।
বিরল এই গোলাকার চাকতির ছবি দেখতে উৎসাহী জনতারও উৎসাহের খামতি ছিল না। রাস্তায় হোক কিংবা বাড়িতে যে যেখানেই ছিলেন সবাই সুযোগ পেলেই আকাশের দিকে তাকিয়েছেন। যদি একবার দেখা যায় সেই গোলাকার চাকতিকে। কিন্তু গোলাকার চাকতিটা কি আসলে? ইউএফও নাকি অন্যকিছু……
আসলে পুরো বিষয়টিই ছিল মজা করে। কারণ, ১লা এপ্রিল ছিল এপ্রিল ফুল। তাই এই সমস্ত ছবিই ছড়িয়ে দিয়ে মানুষকে বোকা বানানো হয়।