নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে প্রতিপক্ষকে গালমন্দ করা মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে প্রতিপক্ষকে গালমন্দ করা, মিথ্যাচার করা, নোংরা কথা বলা।
কিন্তু বিএনপি সেগুলো করে না। বিএনপি যতটুকু সমালোচনা করা দরকার, ঠিক ততটুকুই করে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, এই সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে আগ্রহী নয়। কারণ তারা কেউ সুষ্ঠু নির্বাচন চান না। সর্বশেষ সম্প্রতি চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে। এই নূরুল হুদা কমিশনকে বেছে নেয়া হয়েছে দলীয় নির্বাচন করার জন্য। কারণ তিনি কুমিল্লায় সরকারি চাকুরি করাকালে বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছেন। তিনি জনতার মঞ্চের লোক ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর হয়ে নির্বাচনী অ্যাজেন্ট ছিলেন। এ জন্যই আবারো হাসিনা মার্কা নির্বাচন করতেই নূরুল হুদাকে নির্বাচন কমিশনার বানানো হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে রিজভী বলেন, এতদিন পর অং সান সু চির মন্ত্রী বাংলাদেশে এসেছেন। এখন আমরা দেখবো বাংলাদেশ সরকার কি করে? সরকার এখন রোহিঙ্গাদেরকে পুর্ণ নিরাপত্তা দিয়ে ফেরত পাঠানোর কথা বলবেন নাকি সবকিছু ভুলে গিয়ে আবারো আতপ চাল চেয়ে বসবেন? এটাই দেশের মানুষের দেখার বিষয়।
আলোচনা সভায় সাবেক যুবদল নেতা মিজান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়াম্যার বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।