মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা এম.এ.এস ইমন। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। তিনি মেহেরপুরের গর্বিত সন্তান। এদিকে এম.এ,এস ইমনকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পেট্রো বাংলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ছিলেন। সেই সাথে তিনি মেহেরপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহবায়ক ।