শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক আলোচনাসভায় বিএনপি নেতা ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেছেন, ‘ঐতিহ্যগতভাবে বাংলাদেশে সকল ধর্মমতের মানুষ শান্তিতে বসবাস করছে। এখানে প্রতিটি ধর্মের উৎসব স্বাধীন ও নিরাপদে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী পালনের ব্যবস্থা রয়েছে। তাই ঢাকা-৫ আসনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সোমবার (৭ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যর প্রতিবাদে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে ঢাকা-৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
এসময় নবীউল্লাহ নবী আরও আহ্বান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শারদীয় দুর্গোৎসব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সজাগ ও সতর্ক থাকতে।