বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়া নিয়ে যা বললেন আইভী

গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রায় সব স্তরের নেতাকর্মীরা আছেন আত্মগোপনে। এরইমধ্যে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে নতুন করে দল গোছানোর পথে হাঁটছে দলটি।

তবে আওয়ামী লীগ থেকে নিশ্চিত কড়া হয়, ওই ছবিটি ভুয়া। তবে গুঞ্জন রয়ে যায়, আইভীর হাত ধরে আবার সংগঠিত হতে পারে আওয়ামী লীগ।

তবে আইভী নিজেই জানালেন, আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার কোনো ইচ্ছাই তার নেই।

সম্প্রতি দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সাবেক এই মেয়র বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। অবস্থার পরিপ্রেক্ষিতে দলটি কোনো একটা ভাবে আছে। তারা তাদের অবস্থান নিয়ে আছে। নেতৃত্ব নেবো, এ ধরনের কোনো মানসিকতা আমার নেই।

আইভী আরও বলেন, আমি আওয়ামী লীগের একজন ছোট কর্মী ছিলাম, বঙ্গবন্ধুকে ভালোবাসি। দীর্ঘ ২০-২২ বছরের রাজনৈতিক জীবনে আমি ছোট কর্মী হিসেবে থেকেছি। বড় কিছু হওয়ার খায়েশ আমার নেই। নারায়ণগঞ্জের বাইরে নিজেকে কখনো চিন্তা করিনি। ভবিষ্যতেও করবো না।

যেখানে আছি, সেখানেই থাকবো। জনসেবা করতে পারলে করবো, না পারলে না করবো। এমন (নেতৃত্ব) কিছুর সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না, যোগ করেন এই রাজনীতিবিদ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular