নিউজ ডেস্ক:
শ্রিয়াস আইয়ির সেঞ্চুরি ও ওপেনার প্রিয়াঙ্ক্রিট পাঞ্চলের অর্ধশতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে চলেছে ভারত ‘এ’ দল। ভারত সফরে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২০০ রান।
গতকালের ৯১ রান নিয়ে সোমবার ব্যাটিংয়ে নামে দুই অপরাজিত ব্যাটসম্যান পাঞ্চল ও আইয়ির। সকালে ব্যাটিং নেমে তাদের অবিছিন্ন জুটিতে ২০০ রান পার করে ভারত ‘এ’ দল। গতকালের মতো এদিনও ব্যর্থ বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত ব্রেক থ্রু এনে দিতে পারেনি কোনো টাইগার বোলার। গতকাল ২৯ রানে অপরাজিত থাকা আইয়ির এদিন খেলেন হাত খুলে। ৯১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এছাড়া ৭৮ রানে অপরাজিত রয়েছেন পাঞ্চল।
বাংলাদেশে একমাত্র সাফল্য অধিনায়ক মুকুন্দকে গতকাল সাজঘরে পাঠানো। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন শুভাশীষ রায়। ৫ ওভারের স্পেলে ১১ রানের খরচে তিনি আউট করেন মুকুন্দকে।
এর আগে, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তোলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।