নিউজ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজে ছন্দে ফিরেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আগুনঝরা নৈপুণ্যে নিজের জাত ফের চেনালেন এই পেস সেনসেশন। ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। এর সুবাদে র্যাঙ্কিংয়ে এক লাফে এগিয়েছেন ১৩ ধাপ!
সোমবার প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এমনটাই বলছে। চোট কাটিয়ে ফেরার পর এটাই মুস্তাফিজের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। মোস্তাফিজের সংগ্রহ ৫৮৩ পয়েন্ট।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন মুস্তাফিজ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৯ ওভার বল করে দিয়েছিলেন ২৩ রান, দুটি মেডেন ছিল আর তুলেছিলেন ৪ উইকেট। তার ইকোনোমি রেট ছিল ২.৫৫! হয়েছিলেন ম্যান অব ম্যাচ।
এদিকে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ভাণ্ডারে জমা আছে ৬১৯ পয়েন্ট। তার অবস্থান দশম। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৫তম স্থানে।