আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

0
41

নিউজ ডেস্ক:

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ মঙ্গলবার ২০১৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকেও পেয়েছেন একজন করে। তবে ভারত ও ইংল্যান্ড থেকে ৪ জন করে স্থান পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক হিসেবে আছেন বিরাট কোহলি। তিনি বর্ষসেরা টেস্ট দলেরও অধিনায়ক। ২০১৮ সালটি যে সাদা ও রঙিন পোশাকে দুর্দান্ত কেটেছে কোহলি ও কোহলি বাহিনীর।

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমি এবং ২১.৭২ গড়ে শিকার করেছিলেন ২৯টি উইকেট। নিজের দুর্দান্ত বোলিংয়ের ছাপ রেখেছেন এশিয়া কাপ কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে গিয়ে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী) 
১. রোহিত শর্মা (ভারত)
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড
৩. বিরাট কোহলি (ভারত, অধিনায়ক)
৪. জো রুট ( ইংল্যান্ড)
৫. রস টেলর (নিউজিল্যান্ড)
৬. জস বাটলার (ইংল্যান্ড, উইকেটরক্ষক)
৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৯. রশিদ খান (আফগানিস্তান)
১০. কুলদীপ যাদব (ভারত)
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)।